​Kolkata Police Reasoning MCQ Questions And Answers In Bengali Part-01

Updated:
প্রিয় ছাত্রছাত্রী,

আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কলকাতা পুলিশ রিজনিং প্রশ্নোত্তর। যে প্রশ্নোত্তরে উক্ত পরীক্ষার উপর ভিত্তি করে ৩০টি সিলেবাস অনুযায়ী রিজনিং প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি এই পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। তাই তোমরা কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলী পড়ে নাও এবং নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোলো উক্ত পরীক্ষার জন্য।

কারন এই পরীক্ষার জন্য যে সমস্ত বিষয় গুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম বিষয় হল এই রিজনিং বিষয়টি, তাই তোমাদের এই বিষয়টি একটি ভালো ভাবে লক্ষ্য দেওয়া উচিত।

কলকাতা পুলিশ কনস্টেবল রিজনিং প্রশ্নোত্তর

01. সিরিজ সম্পূর্ণ করো : a __ b __ a __ __ c __ bbca __ bc ?

[ক] BCBBAB

[খ] BCBCAB

[গ] ABBCCA

[ঘ] BBCBAB

উত্তরঃ- [ক]


02. একদিন দুপুর 2 টোর পরে A এবং B দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে বাগানের মধ্যে বসেছিল। B এর ছায়া যদি A এর ডান দিকে পড়ে তবে B কোন দিকে মুখ করে বসেছিল ?

[ক] উত্তর

[খ] দক্ষিণ

[গ] পূর্ব

[ঘ] পশ্চিম

উত্তরঃ- [খ]


03. ENCYCLOPEDIA – প্রদত্ত শব্দ টি থেকে নিম্নের কোনটি তৈরি করা যাবে না ?

[ক] PLEAD

[খ] OPEN

[গ] PLEASE

[ঘ] CANOPY

উত্তরঃ- [গ]


04. বিবৃতি : সমস্ত বাস হলো বাড়ি, কিছু বাড়ি হলো হ্রদ । সিদ্ধান্ত : (I) কিছু বাস হলো হ্রদ (II) কিছু হ্রদ হল বাস (III) কিছু হ্রদ হলো বাড়ি (IV) কিছু বাড়ি হলো বাস

[ক] শুধু (I) ও (III) সত্য

[খ] শুধু (III) ও (IV) সত্য

[গ] শুধুমাত্র (I) ও (II) সত্য

[ঘ] সবগুলি সত্য

উত্তরঃ- [ঘ]


05. 30 জন ছাত্রের একটি সারিতে, R ডানদিকের শেষ থেকে চতুর্থ স্থানে এবং W বামদিকের শেষ থেকে দশম স্থানে রয়েছে, তবে R এবং W এর মাঝে কতজন রয়েছে ?

[ক] 16

[খ] 15

[গ] 17

[ঘ] অনির্ণেয়

উত্তরঃ- [ক]


06. সিরিজ সম্পূর্ণ করো : 28, 33, 31, 36, 34, ?

[ক] 40

[খ] 39

[গ] 31

[ঘ] 30

উত্তরঃ- [খ]


07. 23, 24, 32, 59, 123, ?

[ক] 240

[খ] 188

[গ] 248

[ঘ] 246

উত্তরঃ- [গ]


08. যদি 876=12, 864=81 তবে 824 = ?

[ক] 14

[খ] 64

[গ] 48

[ঘ] 41

উত্তরঃ- [ঘ]


09. যদি (4y-1) এবং (y+4) উভয়ই py² + 15y – q এর ফ্যাক্টর হয় তবে নিম্নের কোনটি সঠিক ?

[ক] P=Q

[খ] P=4Q

[গ] P=-Q

[ঘ] P=Q/4

উত্তরঃ- [ক]


10. A,B,C,D এবং E এর প্রত্যেকের ওজন ভিন্ন। D এর ওজন A এবং E এর থেকে বেশি এবং B, C এর থেকে হালকা, তবে এদের মধ্যে সবথেকে বেশি ওজন কার ?

[ক] C

[খ] অনির্ণেয়

[গ] D

[ঘ] B

উত্তরঃ- [খ]


11. B 2 M E J % R 5 @ N D I P 4 © T 3 9 F U 1 $ 6 H J A 7 ® G Q # – প্রদত্ত এরেঞ্জমেন্ট এ চিন্হ গুলি বাদ দিলে ডানদিক থেকে 12 তম স্থানে নিম্নের কোনটি রয়েছে ?

[ক] 3

[খ] 4

[গ] 9

[ঘ] F

উত্তরঃ- [ক]


12. একটি স্থান থেকে বিজু 30 কিমি উত্তর দিকে গেল, তারপর ডান দিকে বেঁকে 30 কিমি গেল, এরপর আবার ডান দিকে বেঁকে 30 কিমি গেল, কত দূরে রয়েছে এবং কোন দিকে তার অবস্থান এখন ?

[ক] 60 কিমি, পূর্ব

[খ] 30 কিমি, পূর্ব

[গ] 60 কিমি, পশ্চিম

[ঘ] 30 কিমি, দক্ষিণ

উত্তরঃ- [খ]


13. cloud কে white, white কে rain, rain কে green, green কে air, air কে blue ও blue কে water বলা হলে পাখিটি কোথায় উড়বে ?

[ক] RED

[খ] WHITE

[গ] BLUE

[ঘ] GREEN

উত্তরঃ- [গ]


14. SENTENCE -এর সংকেত ESTNNEEC হলে, DESCRIBE -এর সংকেত কি হবে ?

[ক] DESCRIEB

[খ] EDSCIRBE

[গ] DECSIREB

[ঘ] EDCSIREB

উত্তরঃ- [ঘ]


15. এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে 100 মিটার দক্ষিণ দিকে গেলেন। তারপর বাঁদিকে ঘুরে তিনি 75 মিটার গেলেন। এখন তিনি বাড়ি থেকে কত মিটার দূরে আছেন ?

[ক] 125 মিটার

[খ] 25 মিটার

[গ] 175 মিটার

[ঘ] 100 মিটার

উত্তরঃ- [ক]


16. ACE, FHJ, KMO, ____

[ক] QST

[খ] PRT

[গ] QRT

[ঘ] PRS

উত্তরঃ- [খ]


17. _b_baaabb_a_ _bb_a_

[ক] BABAABA

[খ] BAABAAB

[গ] ABBAABA

[ঘ] ABABBAA

উত্তরঃ- [গ]


18. 12 × 9 = 810 ও 15 × 9 = 513 হলে, 13 × 8 = ?

[ক] 104

[খ] 401

[গ] 411

[ঘ] 410

উত্তরঃ- [ঘ]


19. ইংরেজি বর্ণমালার বাঁদিক থেকে 15তম অক্ষরের বাঁদিকে 10তম অক্ষর কোনটি ?

[ক] E

[খ] F

[গ] G

[ঘ] H

উত্তরঃ- [ক]


20. যদি সাদাকে নীল বলা হয়, নীলকে লাল বলা হয়, লালকে হলুদ বলা হয়, হলুদকে সবুজ বলা হয়, সবুজকে কালো বলা হয়, কালোকে বেগুনি বলা হয়, বেগুনিকে কমলা বলা হয় তাহলে মানব শরীরের রক্তের রং কি হবে ?

[ক] সবুজ

[খ] হলুদ

[গ] কমলা

[ঘ] লাল

উত্তরঃ- [খ]


21. কোন সাংকেতিক ভাষায় যদি A = 2, B = 4, C = 6 হয় । তবে 1210108 দ্বারা কোন শব্দকে বোঝানো হবে ?

[ক] FEED

[খ] DEER

[গ] DEEP

[ঘ] DOOR

উত্তরঃ- [ক]


22. Doctor : Patient : : ?

[ক] PILOT : PLANE

[খ] LAWYER : JUDGE

[গ] CROP : FARMAR

[ঘ] ENGINEER : COMPUTER

উত্তরঃ- [খ]


23. দশ বছর পর P এর বয়স দশ বছর আগে Q এর বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। P এর বর্তমান বয়স Q এর থেকে 9 বছর বেশি হলে Q এর বর্তমান বয়স কত ?

[ক] 33

[খ] 35

[গ] 39

[ঘ] 41

উত্তরঃ- [গ]


24. যদি কোনো মাসের 23 তারিখ রবিবার হয়, তবে ওই মাসের দুই সপ্তাহ চারদিন আগে কি বার ছিল ?

[ক] মঙ্গলবার

[খ] বৃহস্পতিবার

[গ] সোমবার

[ঘ] বুধবার

উত্তরঃ- [ঘ]


25. বিভিন্ন গাছের এক সারিতে একটি গাছ বাঁদিক ও ডান দুদিক থেকেই পঞ্চম স্থানে আছে। সারিতে মোট কয়টি গাছ আছে ?

[ক] 9

[খ] 8

[গ] 7

[ঘ] 10

উত্তরঃ- [ক]


26. যদি REASON এর সাংকেতিক মান 5 এবং BELIEVED এর 7 হয়, তবে GOVERNMENT এর সাংকেতিক মান কি হবে ?

[ক] 8

[খ] 9

[গ] 7

[ঘ] 6

উত্তরঃ- [খ]


27. ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ প্রান্ত থেকে 14 তম অক্ষরের বাঁদিকের সপ্তম অক্ষর কোনটি হবে ?

[ক] T

[খ] S

[গ] F

[ঘ] E

উত্তরঃ- [গ]


28. জাহাজ : সমুদ্র : : উঠ : ?

[ক] পর্বত

[খ] ভূমি

[গ] অরণ্য

[ঘ] মরুভূমি

উত্তরঃ- [ঘ]


29. কোন শব্দ-জোড়টি আলাদা ।

[ক] JUDGEMENT : ADVOCACY

[খ] ENTERPRISE : SUCCESS

[গ] EXERCISE : HEALTH

[ঘ] CRIME : PUNISHMENT

উত্তরঃ- [ক]


30. A : B = 1/2 : 1/3, B : C = 1/4 : 1/5 হলে, A + C : B + C = ?

[ক] 23 : 20

[খ] 23 : 18

[গ] 27 : 23

[ঘ] কোনোটিই নয়

উত্তরঃ- [খ]


  সমস্ত আপডেট গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর, নোটস, চাকরির আপডেট পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -
× close ad
error: Content is protected !!